Latest News

6/recent/ticker-posts

Ad Code

FIFA WORLD CUP 2022, Argentina vs Netherlands: মেসির পাস-গোল, দুর্ভেদ্য মার্তিনেজ নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি ফাইনালে আর্জেন্তিনা

FIFA WORLD CUP 2022, QUATAR FINAL Argentina vs Netherlands

FIFA WORLD CUP


ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২-এর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি ফাইনালে মেসির আর্জেন্তিনা। এদিনের ম্যাচে প্রথমে ২-০ এ এগিয়ে মেসিরাই কিন্তু শেষমেশ সেই ম্যাচ ইতি হল টাইব্রেকারে। আর তাতেই জয় ছিনিয়ে নিল মেসির দেশ।




ম্যাচের ৩৫ মিনিটে চারজন ডাচ ফুটবলারের মধ্যে দিয়ে মেসির অবিশ্বাস্য পাসে আর্জেন্তিনার জার্সিতে প্রথম গোল করলেন নাহুয়েল মোলিনা। বিরতির আগেই ১-০ তে এগিয়ে যায় আর্জেন্তিনা। ম্যাচের ৭৩ মিনিটে বক্সের মধ্যে আকুনাকে ফাউল করলে পেনাল্টিতে গোল করে আর্জেন্তিনাকে ২-০ তে এগিয়ে দেয় লিওনেল মেসি। ম্যাচ তখন আর্জেন্তিনার হাতে নিশ্চিত তখন ম্যাচ শেষের সাত মিনিট থাকতেই স্টিভেন বার্গহুইসের পাস থেকে জোরাল হেডে ২-১ করেন ওয়েগহোর্স্ট। নিজেদের বক্সের বাইরে অহেতুক ফাউল করেন পাজেল্লা। ফ্রি কিক দেন রেফারি। ফ্রি কিক থেকে ফের গোল করেন ওয়েগহোর্স্ট। ম্যাচ ২-২ হয়ে যায়।




৯০ মিনিটে ম্যাচের ফলাফল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত টাইমে। তবে অতিরিক্ত সময়ের দুই অর্ধেই কোনও দল কোনও গোল করতে পারেনি। এই অতিরিক্ত সময়ে ফুটবলারদের মাঝে বাঁধে বচসা। হলুদ কার্ডের বন্যা বয়ে যায়। ম্যাচ রায় টাইব্রেকারে।



টাইব্রেকারে প্রথম শট নিয়েছিল নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক ভার্জিল ফান ডাইকের শট শরীর শূন্যে ছুড়ে রুখে দেন গোলকিপার। আর্জেন্তিনার প্রথম শটে গোল করেন মেসি। ডাচদের দ্বিতীয় শটও রুখে দেন এমিলিয়ানো। স্টিফেন বারগুইসের শট বাঁচান তিনি। লিয়ান্দ্রো পারাদেস ২-০ করেন। একমাত্র এনজো ফার্নান্দেজ ছাড়া আর্জেন্তিনার বাকি চার শটেই গোল হতে জয় নিশ্চিত হয়ে যায় মেসিদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code