Latest News

6/recent/ticker-posts

Ad Code

কুয়াশার কারনে আবারো দুর্ঘটনা দিনহাটায়-বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২

কুয়াশার কারনে আবারো দুর্ঘটনা দিনহাটায়-বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২

people on road




দিনহাটা-

গোবরাছড়া পুলের পাড় হ্যালিপ্যাড এলাকায় বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২। শনিবার সকাল আটটা নাগাদ কুয়াশার জেরে ঘটে এই দুর্ঘটনা।

কুয়াশার জেরে ভালো ভাবে দেখতে না পাওয়ায় টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানাযায়। জানা যায় একট বাইকে করে দুজন নয়ারহাট থেকে দিনহাটার দিকে যাচ্ছিল অপরদিকে একটি টোটো দিনহাটা থেকে নয়ারহাট এর দিকে আসছিল, ঠিক সেই সময় বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়।

এই ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক সাদ্দাম হোসেন ও বাইকে থাকা আর একজন মকসেদুল মিয়া। বাইকে থাকা দুজনেই গুরুতর আহত হওয়ায় তাদের দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান টোটোচালকও আহত হয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাকেও দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে। তবে টোটো চালকের নাম জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code