Latest News

6/recent/ticker-posts

Ad Code

Anubrata Mandal: জোর ধাক্কা খেলেন অনুব্রত, এবার দিল্লী নিয়ে গিয়ে অনুব্রতকে জেরা করতে পারবে ইডি

Anubrata Mandal: জোর ধাক্কা খেলেন অনুব্রত, এবার দিল্লী নিয়ে গিয়ে অনুব্রতকে জেরা করতে পারবে ইডি


Anubrata Mandal
জোর ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল। দিল্লিতে নিয়ে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করতে পারবে ইডি সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট এমনটাই জানিয়ে দিল। আর তাতে বিরাট ধাক্কা খেলেন কেষ্ট মণ্ডল। দিল্লিতে এনিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। গরু পাচার মামলায় টাকার লেনদেন নিয়ে তদন্ত করতে নেমেছে ইডি। এবার জোর ধাক্কা। এবার কী পদক্ষেপ হতে পারে?



সূত্রে খবর, এবার ট্রানজিট রিমান্ডের জন্য আসানসোল কোর্টে আবেদন করা হতে পারে। সেখান থেকে ছাড়পত্র মিললেই দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে অনুব্রতকে। কিন্তু অনুব্রত কি দিল্লি যাবেন? নাকি দিল্লি যাত্রা আটকাতে নেবেন পদক্ষেপ? এখন প্রশ্নই ঘুরছে। তবে কি হয় তাই দেখার।



অনেকেই মনে করছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সয়গাল হোসেনের মতো তিনিও দিল্লী যাত্রা আটকাতে দিল্লী কোর্টে মেতে পারেন তাতে অনুব্রতের দিল্লী যাত্রা আটকাবে কিনা তার বলা মুশকিল। তবে সয়গাল হোসেন দিল্লী কোর্টে আবেদন করলেও দিল্লী যাত্রা আটকাতে পারেননি। সয়গালকে দিল্লীতে নিয়ে গিয়ে জেরার অনুমতি পায় ইডি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code