Latest News

6/recent/ticker-posts

Ad Code

Today News : কুয়াশার কারণে দিনহাটায় অসুস্থ রোগীসহ রাস্তার পাশে পুকুরে উল্টে গেল অ্যাম্বুলেন্স

কুয়াশার কারণে অসুস্থ রোগীসহ রাস্তার পাশে পুকুরে উল্টে গেল অ্যাম্বুলেন্স

ambulance




দিনহাটা: দিনহাটা দুই নম্বর ব্লকের বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কমলার চৌপথীতে কুয়াশার কারণে অসুস্থ রোগী সহ রাস্তার পাশে পুকুরে উল্টে গেল অ্যাম্বুলেন্স,যদিও মারাত্মক কোন ক্ষয়ক্ষতি বা প্রানহানীর ঘটনা ঘটেনি।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। খট্টিমারীর এক নাবালককে অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্স করে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল দিনহাটা মহকুমা হাসপাতালে। ঠিক সেই সময় মর্নেয়া ওয়ান এলাকার কমলার চৌপথী দিয়ে অ্যাম্বুলেন্স টি যাওয়ার সময় বেহাল ভাঙ্গা রাস্তা এবং প্রচণ্ড কুয়াশার কারণে বেহাল ভাঙ্গা রাস্তাটি দেখতে না পেয়ে সেই ভাঙার উপর দিয়ে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা,রাস্তার পাশে একটি পুকুরে উল্টে যায় অ্যাম্বুলেন্স টি।

যদিও পুকুরে জল ছিলনা, সেই কারণে প্রাণে বেঁচে যান চালক, অসুস্থ নাবালক ছেলে ও তার পরিবারের তিন সদস্য। তবে এই অসুস্থ নাবালক আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। বিকট শব্দে বুঝতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে সকলকে অ্যাম্বুলেন্স থেকে বের করে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। তবে চালক পলাতক রয়েছে বলে জানা গিয়েছে।

এছাড়াও এই একই জায়গায় রাস্তা বেহাল ভাঙ্গা হওয়ায় জন্য কিছুদিন আগে সংশ্লিষ্ট এই পুকুরেই একটি টোটো উল্টে যায়, এমনকি একটি বাড়িতে আগুন নেভানোর কাজ দমকলের একটি ইঞ্জিন এলেও রাস্তা বেহাল হওয়ার ঘুরপথে যেতে হয়। আজ আবারও এই দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এলাকার এক যুবক বলেন স্থানীয় প্রশাসন যেন বেহাল ভাঙ্গা রাস্তাটি মেরামত করে নাহলে আবারও কোন বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ এবং দূর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্স টি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code