প্রাথমিক টেট দুর্নীতিহীন বিজ্ঞপ্তি দিয়ে প্রমাণ দিল পর্ষদ 



Primary TET




২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার উত্তীর্ণদের নম্বর তালিকা প্রকাশ হতেই বাঁধে জট। একে তো অসম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ হয়েছে‌ তার ওপর আবার মমতা বন্দোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সূজন চক্রবর্তী, অমিত শাহর নাম সেই তালিকায়। টেট পাশ করেছেন তাঁরা। এরপরেই প্রাথমিক টেটের তালিকা নিয়ে তৈরি হয় জল্পনা।



সেই তালিকায় নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, অমিত শাহের। ভুল নাকি কাকতলীয়? চলছিল জল্পনা। এর মাঝেই সাংবাদিক বৈঠক ডেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়ে দিলেন, ‘‘তালিকা ভুল নয়। মমতা, দিলীপ, অমিতরা টেট উত্তীর্ণই।’’



নাম, পরিচয়, মোবাইল নং দিয়ে তালিকা প্রকাশ করে তালিকার ঠিকের প্রমান দিল পর্ষদ। বিজ্ঞপ্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, অমিত শাহের বাবার নাম ফোন নম্বর সহ তালিকা প্রকাশ করল পর্ষদ। প্রয়োজনে ফোন করে পরিচয় জেনে নেওয়াও যেতে পারে।
বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন