dearness allowance- ডিএ মামলা
Da News West Bengal : ৪ নভেম্বর, শুক্রবারের মধ্যে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে হলফনামা দিয়ে ডিএ (dearness allowance) মেটানো নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবার আদেশ দিয়েছিলো কলকাতা উচ্চ আদালত। যদিও মঙ্গলবার পর্যন্ত এ নিয়ে কোনও তথ্য পায়নি কর্মচারী সংগঠনগুলি। ফলে জল্পনা তৈরি হয়েছিল, তবে কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চাইছে রাজ্য! আজ সমস্ত জল্পনা শেষে সুপ্রীম কোর্টের (Supreme Court) পথেই হাটলো রাজ্য।
ডিএ (dearness allowance) মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টে (Supreme Court) গেলো রাজ্য সরকার। এখনো শুনানির তারিখ দেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই হয়তো শুনানির তারিখ এবং কোন বেঞ্চে যাবে তা দেওয়া হবে।
শুক্রবার হাই কোর্টে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে সে কথা জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের দাবি, আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়।
প্রসঙ্গত, গত মার্চে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং সরবরাহ সংস্থার কর্মী-ইঞ্জিনিয়ারদের কেন্দ্রীয় সরকারের হারেই ডিএ (dearness allowance) দেওয়ার ক্ষেত্রে কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে এবার রাজ্য সরকারী কর্মচারীদের দিকে রায় থাকে না সরকারের দিকে, এখন তারই অপেক্ষা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊