WB News : পুত্রবধূকে বিয়ের পিড়িতে বসিয়ে কন্যাদান করলেন শ্বশুর
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-
WB News :পুত্রশোক ভুলে নিজের পুত্রবধূকে বিয়ের পিড়িতে বসিয়ে নিজেই কন্যাদান করে অনন্য নজির গড়লেন জামুড়িয়া বিধানসভার চিচুড়িয়া গ্রামের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক বছর তেষট্টির কিশোর চ্যাটার্জী মহাশয়।
অন্যদিকে এক বছরের কন্যাসন্তানসহ বিধবা মহিলাকে নিজের পুত্রবধু হিসেবে মেনে নিলেন চিচুড়িয়া গ্রামেরই বাসিন্দা প্রাক্তন শিক্ষক দয়াময় ফৌজদার ।
জানা গেছে কিশোর চ্যাটার্জীর একমাত্র পুত্র ইন্দ্রজিৎ চ্যাটার্জীর সাথে অন্ডালের দুপচুড়িয়ার বাসিন্দা পুজা দায়ের বিয়ে হয় ২০১৭ সালে।তাদের একটি একবছরের কন্যাসন্তান আছেও বলে জানা গেছে।কিন্তু দুর্ভাগ্যবশত দেড় বছর সংসার করেই ইন্দ্রজিৎ সর্পাঘাতে মৃত্যু হয়।আকাশ ভেঙে পড়ে চিচুড়িয়ার চ্যাটার্জী পরিবারে। একদিকে বাড়ির একমাত্র পুত্রের বিরহ। অন্যদিকে চোখের সামনে ঘুরে বেড়ানো এক সদ্য সংসারী হওয়া বিধবা মা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊