মমতা ৯২, অভিষেক ৯৮, শুভেন্দু ১০০, সুকান্ত ৯০, দিলীপ ৮৪- ভাইরাল প্রাইমারি টেটের রেজাল্ট
২০১৭-সালের টেট পাশদের নম্বর প্রকাশের পর ২০১৪ সালের টেট পাশদের নম্বর প্রকাশের দাবিতে আদালতের দ্বারস্থ হয় প্রার্থীরা। অবশেষে ২০১৭ সালের টেট রেজাল্টের মতন ২০১৪ সালের প্রাইমারির টেট রেজাল্টও প্রকাশ করে পর্ষদ। কিন্তু একাধিক অভিযোগ তৈরি হয়ে সেই প্রকাশিত রেজাল্ট ঘিরে।
নাম নেই অথচ টেট পাস, এমন অভিযোগ তো ছিলই , এবার সেই সাথে যুক্ত হলো আরও এক চাঞ্চল্যকর বিষয়। টেট উত্তীর্ণের তালিকায় মমতা, সুজন, শুভেন্দু, দিলীপের নাম! প্রাথমিকের সেই তালিকায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিরোধীদলের শীর্ষনেতারা। বিষয়টি তদন্ত করে দেখার জন্য আদালতের নজরে আনবেন বলেও জানিয়েছেন আইনজীবীরা।
প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১১ নভেম্বর প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে ওই তালিকা। ১ হাজার ৮৩২ পাতার ওই তালিকায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থীর নাম রয়েছে। সেই তালিকায় নাম রয়েছে এ রাজ্যের নামজাদা রাজনৈতিক নেতৃত্বের।
প্রকাশিত ওই তালিকায় ৫ বার পাওয়া গিয়েছে অভিষেক ব্যানার্জির নাম। মমতা ব্যানার্জী ১ বার, ১ বার পাওয়া গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সুকান্ত মজুমদারের নামও রয়েছে ২ বার। এমনকি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামও রয়েছে তালিকায়। আবার রয়েছে অমিত শাহের নামও।
তালিকাটি প্রকাশ্যে আসার পর জানা যায়, সেখানে থাকা কিছু নামের সঙ্গে আশ্চর্যজনক মিল রয়েছে রাজ্যের কয়েক জন রাজনৈতিক নেতার নামের। বর্তমান পরিস্থিতিতে এই নাম নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। যা সম্পূর্ণভাবে কাকতালীয় বলেই মনে করছেন অনেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊