Dr. C.V. Ananda Bose: তপশিলি জাতি ও উপজাতি বিলে সই করলেন রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস


Dr CV Ananda Bose


তফসিলি জাতি ও উপজাতি সংশোধনী বিলে স্বাক্ষর করলেন বাংলার রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস। বুধবারেই বাংলার নয়া রাজ্যপাল হিসেবে শপথ গ্রহন করেছেন ড. সিভি আনন্দ বোস। বৃহস্পতিবারই তফসিলি জাতি ও উপজাতি সংশোধনী বিলে স্বাক্ষর করলেন তিনি। এরফলে এখন থেকে একবার আবেদন করার পর তার খারিজ হয়ে গেলে ফের নতুন করে আবেদন করা যাবে তফসিলি জাতি ও উপজাতি সংশাপত্রের জন্য।



তফসিলি জাতি ও উপজাতি সংশাপত্রের জন্য এতদিন একবারই আবেদন করা যেত। একবার উচ্চ কর্তৃপক্ষ আবেদন খারিজ করে দিলে নতুন করে আর আবেদনের সুযোগ থাকতো না। এই বিল সংশোধনের ফলে আবেদন খারিজ হলেও ফের করা যাবে আবেদন। সেপ্টেম্বর মাসেই বিধানসভায় এই বিল পাশ হয়। তৎকালীন রাজ্যপাল লা গণেশন বেশ কিছু বিলে স্বাক্ষর করলেও এই বিলে স্বাক্ষর করার সবুজ সঙ্কেত দেননি। ফলে এতদিন অপেক্ষায় ছিল রাজ্যপালের স্বাক্ষরের। অবশেষে সেই বিলে সই করলেন নয়া রাজ্যপাল।



তফসিলি জাতি ও উপজাতি সংশোধনী বিলে স্বাক্ষর করে নিজেই টুইটারে সেকথা জানান। তিনি জানান সংশোধনী বিলে স্বাক্ষর করতে পেরে তিনি আনন্দিত।