Latest News

6/recent/ticker-posts

Ad Code

Goodbye: ওটিটিতে মুক্তি পাচ্ছে রশ্মিকার গুডবাই, কবে?

Goodbye: ওটিটিতে মুক্তি পাচ্ছে রশ্মিকার গুডবাই, কবে?

Rashmika Mandanna


ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), রশ্মিকা মন্দান্না (Rashmika Mandanna) অভিনীত ছবি 'গুডবাই' (Goodbye)। চলতি বছরেই পেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন ন্যাশনাল ক্র্যাশ।


বিভিন্ন সূত্রে অনুযায়ী জানা যাচ্ছে, চলতি বছর ডিসেম্বরেই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে রশ্মিকার 'গুডবাই।' স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে যে, আগামী ২ ডিসেম্বর ওটিটিতে দেখা যাবে 'গুডবাই'। নেটফ্লিক্সেই মুক্তি পাবে ছবিটি।



বালাজি মোশন পিকচার্সের এই ছবি লিখেছেন বিকাশ বহেল। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অমিতাভ বচ্চন, রশ্মিকা মন্দান্নাকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুনীল গ্রোভার, নীনা গুপ্তা, পাভএ গুলাটি, এলি আব্রাম, আশীষ বিদ্যার্থী।



গত ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code