গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল BCCI ও নরেন্দ্র মোদী স্টেডিয়ামের


BCCI



গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল BCCI ও নরেন্দ্র মোদী স্টেডিয়ামের। ভারতীয় ক্রিকেটের মুকুটে নয় পালক। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, যেকোনো টি২০ ম্যাচে সর্বোচ্চ দর্শকের রেকর্ড গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও নরেন্দ্র মোদী স্টেডিয়ামের।



চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফাইনালের আসর বসে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামেই রেকর্ড সংখ্যক দর্শক হাজির হয়েছিলেন। আইপিএলের এই মেগা ফাইনালে হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল।




২৯শে মে ২০২২ সেই ফাইনালে ১ লক্ষ ১ হাজার ৫৬৬ জন দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন‌ যা এপর্যন্ত সর্বোচ্চ। বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) টুইট করে এই সুখবর দিয়েছেন।



১৯৮২ সালে এই স্টেডিয়ামে ৪৯ হাজার দর্শক আসন ছিল। তবে বছর দুয়েক আগেই ঢেলে সাজানো হয় এই স্টেডিয়ামকে। পাল্টে যায় নামও। অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামকেও পিছনে ফেলে ১ লক্ষ ১০ হাজার দর্শক আসন তৈরি হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতেই নতুন করে উদ্বোধন করা হয় এই স্টেডিয়াম।