Primary Teacher Recruitment
প্রাথমিক শিক্ষক দুর্নীতি নিয়ে চলছে জোর চর্চা বঙ্গ রাজনীতিতে এদিকে ইতিমধ্যে দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিল পর্ষদ। এবার গোটা নিয়োগ প্রক্রিয়া- পরীক্ষা থেকে ইন্টারভিউ, কাউন্সেলিং সব কিছুই হবে ভিডিও রেকর্ডিং এমনই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন চেয়ারম্যান গৌতম পাল এর আগে জানিয়েছিলেন, নিয়োগ প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত করতে সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করবে পর্ষদ। আর এবার ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত পর্ষদ।
প্রাথমিক নিয়োগে কার্যত জর্জরিত প্রাথমি শিক্ষা পর্ষদ। একের পর এক উঠেছে দুর্নীতির অভিযোগ। নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাতে প্রশ্ন না ওঠে সেই কারণেই আচার্য সদন পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং-র সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
ইন্টারভিউ কতটা দক্ষতার সঙ্গে চাকরিপ্রার্থীরা উত্তীর্ণ হতে পারছেন সেটাই এখানে রেকর্ড করা থাকবে। ফলে নিয়োগে স্বচ্ছতা থাকবে। এমনটাই মনে করছে পর্ষদ সভাপতি।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊