Latest News

6/recent/ticker-posts

Ad Code

নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলো তিন যুবতী, মৃত ১

নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলো তিন যুবতী, মৃত ১ 


three lady in river


রামকৃষ্ণ চ্যাটার্জী: কুলটি:-

নদীতে স্নান করতে নেমে তিন যুবতী তলিয়ে যায়। স্থানীয়রা আলিসা পারভিন (১৬),শামা পরভিন(২২) এই দুজনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করে।

পরে শাঁকতোড়িয়া ফাঁড়ির এক কনস্টেবল বিশ্বনাথ চার নিজের জীবনকে বাজি রেখে নদীতে ঝাঁপ দিয়ে আলিয়া পরভিন (১৪)কে উদ্ধার করে।

ঐ তিন যুবতীর মামা আবির আলি জানায়, ডিশেরগড়ে দামোদর নদে স্নান করতে নেমে তিন যুবতী তলিয়ে যায়। তিনজনেই টাটার যুগশালায় এলাকার বাসিন্দা।

পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুর নয়াবস্তিতে তাদের মামাবাড়ি,তারা মামা বাড়ি এসেছিল।আর বৃহস্পতিবার ডিসেরগড় মাজারে এসেছিল। তিনজনের কেউই সাঁতার জানতো না বলে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছে।

আলিয়া পারভীনকে শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিস উদ্ধার করে শাঁকতোড়িয়া হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code