ব্যাংক খুলতেই চক্ষু চরক গাছ, ওয়াল কেটে ব্যাংকের লকার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল 

Bank robbery




জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


জানা গেছে, সজনা পাড়া এলাকার সমবায় কৃষি উন্নয়ন সমিতির একটি সিএসপি সেন্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে, ঘটনায় ৪৯৯৮৪ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। 


প্রতিদিনের মতো আজ সকালে যখন ব্যাংক খুলতে যায় আধিকারিকেরা এর পরই দেখেন ওয়াল কেটে ব্যাংকের জিনিস পত্র লন্ড ভন্ড অবস্থায় পড়ে রয়েছে। 


এরপর এই ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার আই.সি সুজয় তুঙ্গা সহ বিশাল পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রামীণ পুলিশ সুপার ওয়াংডেং ভুটিয়া।



ব্যাংকের সিসিটিভি ফুটেজ ধুপগুড়ি থানার আইসি নিজে সরজমিনে খতিয়ে দেখেন।

পুলিশ সূত্রে অনুমান, গতকাল দিনভর বৃষ্টি আর সেই সুযোগে দুষ্কৃতিরা তান্ডব চালায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।