বন্দুক থেকে গুলি ছুড়তেই শুরু হলো বৈকুণ্ঠপুর রাজবাড়ী প্রতিমা নিরঞ্জন পর্ব
কার্নিভালে থাকবে না জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ীর মূল প্রতিমা, প্রথা মেনেই বুধবারে বিসর্জন, জনগণের সুবিধার্থে মেরামত করা হলো প্রবেশ পথ। সিঁদুর খেলা, সেলফি, ঢাকের তালে নৃত্য তে জমজমাট রাজবাড়ী ।
জলপাইগুড়িতেও এবার দূর্গা পুজো নিয়ে কার্নিভালের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন, যা কিনা শুক্রবার অনুষ্ঠিত হবে।
তবে কার্নিভালের জন্য নিজেদের ৫১৩ বছরের প্রাচীন প্রথা ভাঙছে না বৈকুণ্ঠপুর রাজবাড়ীর দূর্গা পুজোর।
বুধবার ই হলো বিসর্জন, বিগত কয়েক বছর থেকে রাজবাড়ীর দূর্গা প্রতিমা বিসর্জন কে ঘিরে তৈরী হয়েছে আরেক উৎসব।
দুপুর থেকেই রাজবাড়ীর নাট মন্দিরে সিঁদুর পরিয়ে, মিষ্টি মুখ করে যেমন মা দুর্গাকে বিদায় জানাতে উপস্থিত হন হাজার হাজার মানুষ, ঠিক তার সাথেই বিশেষ করে নতুন প্রজন্মের একঝাক তরুণ তরুণী ঢাক, এবং ডি জের তালে মেতে ওঠে এক সীমাহীন আনন্দে।
এবার ও তার ব্যাতিক্রম হলো না,। সকাল থেকেই রাজবাড়ীর পুজো মণ্ডপের সামনে জমায়েত হতে থাকে নতুন প্রজন্মের প্রতিনিধিরা, এক দিকে মাকে সিঁদুর পরিয়ে দেবার পালা চলছে তো আরেক দিকে মোবাইল হাতে সেলফি তোলার হিড়িক লক্ষ্য করা যায় ব্যাপক ভাবে।
রাজবাড়ীর প্রতিমা বিসর্জনকে ঘিরে যে জনসমাগম হয় সেই কথা মাথায় রেখেই দীর্ঘ দিন থেকে জীর্ণ অবস্থায় থাকা রাজবাড়ীর প্রবেশ পথ বুধবার সকালেই মেরামত করে দেয় প্রশাসন।
রাজবাড়ীর প্রতিমা নিরঞ্জন প্রসঙ্গে রাজপরিবারের প্রবীণ সদস্য জানান, আমাদের প্রতিমা রাজবাড়ীর প্রথা মেনে বন্দুক থেকে গুলি ছুড়ে রথে চড়ে নিরঞ্জণঘাট পর্যন্ত যাবে আজকেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊