চুম্বনের পর ভরা গ্যালারিতেই বিয়ের প্রস্তাব, প্রেমিককে সপাটে চড় তরুণীর



খেলার মাঠে ভরা দর্শকের সামনে প্রেমিক-প্রেমিকার প্রেম নিবেদন থেকে চুম্বন অনেক রোমান্টিক চিত্র আমরা দেখেছি। এবারো তাই হল প্রেমিক-প্রেমিকার চুম্বন হল কিন্তু প্রেমিকের প্রেম নিবেদনে বেজায় চটে চড় দিয়ে দিল প্রেমিকা। ভরা গ্যালারিতে চুমুতে রাজি হলেও কি এমন হল যে প্রেম নিবেদন করতেই রেগে আগুন প্রেমিকা।



সম্প্রতি বেসবলের স্টেডিয়ামে একেবারে ফিল্মি কায়দায় গ্যালারিতে হাঁটু গেড়ে প্রেমিকাকে প্রেম নিবেদন করছেন তাঁর প্রেমিক। কিন্তু কি ঘটল? প্রেমিকা চড় মেরে দিল প্রেমিককে। তরুণীর বয়ফ্রেন্ডকে সপাটে চড় কষার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।



মার্কিন মুলুকে মেজর লিগ বেসবল গেমে টরন্টো ব্লু জেস ও বোস্টন রেড সোক্সের ম্যাচের সময় গ্যালারিতে গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খায় প্রেমিক। এরপরই তাঁর সামনে হাঁটু গেড়ে বসে একটি বাক্স থেকে আংটি বের করে তরুণীর সামনে তুলে ধরে দিলেন বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিক। ব্যস, তখনই তেলে বেগুনে জ্বলে ওঠেন প্রেমিকা। সপাটে চড় কষান বয়ফ্রেন্ডের গালে!



চুম্বনে আপত্তি না থাকলেও প্রেম নিবেদনে এরকম আচরণের কারন যুবক যে আংটি দেখিয়ে তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেটা চুইং গামের! আর তাতেই রেগে যান তরুণী। ভরা গ্যালারিতে এ ধরনের মজা মেনে নিতে না পেরে সপাটে চড় কষান বয়ফ্রেন্ডের গালে!