Madhumita Sarkar: যুবা হৃদয়ে ঝড় তুললেন মধুমিতা, নজরকাড়া ছবিতে হট-সেক্সি লুক
নতুন ছবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। মধুমিতার ফ্যাশন স্টেটমেন্ট সবার জানা। শাড়ি হোক কিংবা পশ্চিমী ড্রেস, ওয়েস্টার্ন হোক কিংবা বিকিনি সব লুকেই তাঁর হট লুক নজর কাড়ে ভক্তদের।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ শেয়ার করেছেন মধুমিতা সরকার । অফশোল্ডার ডিপনেক ড্রেসে অর্ধউন্মুক্ত সুডৌল বক্ষবিভাজিকা। তাঁর সেক্সি লুক ভক্তদের মাতিয়ে তুলেছে।
আগের থেকে অনেক বেশি গ্ল্যামারাস ও আর অনেকটাই সাহসী মধুমিতা। শোনা যাচ্ছে, দক্ষিনি ছবিতে হাতেখড়ি করতে চলেছেন মধুমিতা। পাখি চরিত্রে নজর কেড়েছিলেন বাংলার সিরিয়াল জগতে।
সেক্সি ফিগার ফ্লন্টস করে ভক্তদের পাগল করে দিয়েছেন মধুমিতা সরকার। তাঁর এই সেক্সি ছবিতে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে ভক্তদের। অনেকেই তাঁর সেক্সি লুকে প্রশংসা করেছেন।
কেউ লিখেছেন 'বাহ! সুন্দর ছবি' আবার একজন লিখেছেন, 'ঠোঁট ফেটেছে বোরোলিন লাগান'। কার্যত যে আধুনিক টলিউডে মধুমিতা সরকার একজন ফ্যাশন ডিভা তা স্পষ্ট। তাঁর হট সেক্সি গ্ল্যামার লুক ঝড় তুলেছে যুবা হৃদয়ে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊