জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর প্রস্তুত ডেঙ্গু মোকাবিলায়

South dinjapur




দক্ষিণ দিনাজপুর: 

সারা রাজ্য জুড়ে উৎসবের মরশুমে যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি ব্যাহত না হয় তার জন্য সরকারি তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল প্রথমেই। এরপরও সারা রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতের তরফে ডেঙ্গু নিয়ে সতর্কতা ও সচেতনতা বার্তা সহ প্রচার অভিযান করার পরও দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ও আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে, চলতি মাসের পুজোর দিনগুলিতেই প্রায় ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যার মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে। 



দক্ষিণ দিনাজপুর জেলার ৮ টি ব্লকে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২০৩ জন। ইতিমধ্যে, জেলার সদর শহর বালুরঘাট হাসপাতাল ও জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসা চলছে। অন্যদিকে, প্রশাসনিক তরফে ডেঙ্গু নিয়ে বার বার সচেতনতা বার্তা দেওয়া সহ ব্যবস্থা নেওয়ার পরও ডেঙ্গুর সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় যথেষ্ট উদ্বিগ্ন জেলা প্রশাসন যে কারণে জেলা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিস্তর। জানা গিয়েছে জেলায় ডেঙ্গুতে আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি কুমারগঞ্জ ব্লকের কুলহরিতে। যেখানে ইতিমধ্যে গ্রামে পৌঁছায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল। এরপর গ্রামে স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল ডেঙ্গু উপসর্গদের নমুনা সংগ্রহ করে। 



এরপর জানা যায় কুমারগঞ্জ ব্লক জুড়ে এখন মোট ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত। যার মধ্যে মধ্যে কুমারগঞ্জ ব্লকের কুলহরি গ্রামেই রয়েছে ১২ জন আক্রান্ত। এদিন বালুরঘাট সদর এসডিও সুমন দাশগুপ্ত, কুমারগঞ্জের বিএমওইচ সৌমিত্র সাহা, কুমারগঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও দেবপ্রিয় ঠাকুর সহ স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল ওই গ্রামটি পরিদর্শন করেন। তবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর সদা প্রস্তুত ডেঙ্গু মোকাবিলায়। যা নিয়ে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন গ্রাম, শহর ও পৌরসভার তরফে সাধারণ মানুষ ও বাড়ি বাড়ি ডেঙ্গু নিয়ে সচেতনতা বার্তা ও প্রচার অভিযান চলছে জোরকদমে।