WB Primary TET 2022, WB New TET 2022, CTET, TET
প্রাথমিক শিক্ষা পর্ষদের চিঠি ঘিরে তোলপাড়। স্যোসাল মিডিয়া জুড়ে ভাইরাল সেই চিঠি। যেখানে প্রতিটি জেলা ডিপিএসসির কাছে জানতে চাওয়া হয়েছে Name of the Center / Venue, Address, Custodian এবং Capacity বিষয়ে । যা দেখে সহজেই অনুমান করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার টেট পরীক্ষার (tet exam) প্রস্তুতি শুরু করে দিয়েছে।
ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের (wbbpe) সভাপতির দায়িত্বে এসেছেন গৌতম পাল। পর্ষদ সভাপতি নতুন দায়িত্ব নেওয়ার পরই প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন- প্রতি বছর টেট পরীক্ষা ( WB Primary TET 2022) হবে। সাথে আরও বলেছিলেন - তিনি ওই প্রেস কনফারেন্স এটাও জানিয়েছিলেন যে টেটের সঙ্গে নিয়োগের কোন সম্পর্ক নেই। ডিপিএসসি নিয়োগ করবে, শিক্ষা এবং অর্থ দপ্তরের অনুমোদনের ভিত্তিতে।
এখনো পর্যন্ত পাওয়া খবরে - চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানেই পড়ে থাকা নিয়োগ এবং নতুন টেট পরীক্ষা (WB New TET 2022) নিয়ে আলোচনা হবে এবং নতুন টেট নিয়ে বিস্তারিত তথ্য সামনে আসবে।
তবে এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য সামনে এসেছে তা থেকে জানা যাচ্ছে- এবার প্রাথমিকের টেট পরীক্ষা হবে CTET এর আদলে। প্রতি বছর নেওয়া হবে এই টেট পরীক্ষা। সফল পরীক্ষার্থীদের TET এর সার্টিফিকেট (TET Certificate) এর Validity থাকেবে আজীবন। আরও পড়ুনঃ Voter Aadhaar Link : নিজেই ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করুন বাড়িতে বসেই
CTET এর সিলেবাস নীচে দেওয়া হলো -
CTET Syllabus 2022 for Paper 1
Child Development and Pedagogy Syllabus
Development of a Primary School Child 15
Concept of Inclusive education and understanding children with special needs 5
Learning and Pedagogy 10
Language 1 and Language 2 (30 Questions each)
Language Comprehension 15
Pedagogy of Language Development 15
Mathematics Content (numbers, solving simple equations, algebra, geometry patterns, time, measurement, data handling, solids, data handling, etc.) 15
Pedagogical issues 15
Environmental Studies Content (environment, food, shelter, water, family, and friends, etc.) 15
Pedagogical Issues 15
Pedagogy of Language Development 15
Mathematics Content (numbers, solving simple equations, algebra, geometry patterns, time, measurement, data handling, solids, data handling, etc.) 15
Pedagogical issues 15
Environmental Studies Content (environment, food, shelter, water, family, and friends, etc.) 15
Pedagogical Issues 15
CTET Syllabus 2022 For Paper 2
Child Development and Pedagogy Child Development (Elementary School Child)
Inclusive education and understanding children with special needs
Learning and Pedagogy -30
Theories 30
Inclusive education and understanding children with special needs
Learning and Pedagogy -30
Theories 30
Language-I Reading Comprehension
Poem
Pedagogy of Language Development 30
Poem
Pedagogy of Language Development 30
Language-II
Reading Comprehension
Pedagogy of Language Development 30
Pedagogy of Language Development 30
Mathematics Numbers system, Algebra, Geometry, Mensuration
Pedagogical issues 30
Pedagogical issues 30
Science Food, Material, The World of the Living, The World of the Living, Moving Things People and Ideas, How things work, Natural Phenomenon, Natural Resources
Science Pedagogical Issues 30
Science Pedagogical Issues 30
Social Studies History, Geography, Social and Political Life
Social Studies Pedagogical Issues 60
Social Studies Pedagogical Issues 60
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊