নতুন রাস্তা না হলে ভোট বয়কটের হুমকি গ্রাম বাসির





নতুন করে রাস্তা না হলে এবার ভোট বয়কট করার হুমকি দিলো আঝাপুর গ্রাম পঞ্চায়েতের মিরাপাড়া, আদমপুর, শালমূলা গ্রামের প্রায় হাজার খানেক মানুষ।



চলা চলের অযোগ্য রাস্তা নতুন করে করে দেওয়ার দাবীতে জামাল পুর ব্লক আধিকারিক কে ঘেরাও করলো আঝাপুর গ্রাম পঞ্চায়েতের মিরাপাড়া, আদমপুর, শালমূলা গ্রামের প্রায় হাজার খানেক মানুষ। এদিন বিডিও অফিস ঘেরাও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান গ্রাম বাসিরা।প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিদের জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এবার আমি ভোট বয়কটের পথে হাটতে চলেছেন গ্রামবাসীরা



গ্রামবাসীরা বলেন সিপিএমের আমল থেকে এই এলাকার প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। গ্রাম পঞ্চায়েত, বিডিও, এমনকি জেলা পরিষদে জানানো হয়েছে অনেক বার। তাতেও কোনো কাজ হচ্ছেনা। শুধু প্রতিশ্রুতিই সার।তাই এবার ভোট বয়কট করার সিদ্ধান্ত গ্রামবাসীরা। জামালপুর ব্লক আধিকারিক কে না পেয়ে জয়েন্ট বিডিও সাহেবকে স্মারকলিপি জমা দেন।



এই বিষয়ে কিছু বলতে চাননি জয়েন্ট বিডিও। আঝাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করতে না পারায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।