Latest News

6/recent/ticker-posts

Ad Code

Durga Puja 2022 : দুর্গা পূজা সামনেই, তবু এখনো জমেনি বাজার, চিন্তায় বিক্রেতারা

Durga Puja 2022 : পুজো আসলেও পুজোর বাজারে ফাঁকা জামাকাপড়ের মার্কেট- চিন্তায় বিক্রেতারা


Durga Puja 2022



Durga Puja 2022 : কয়েক দিনের বৃষ্টির জন্য পুজোর বাজারে ভাটা। দেখা মিলছে না ক্রেতাদের। জামাকাপড়ের দোকান গুলোতে ভিড় একদমই নেই।

অন্যদিকে পুজোর সময়ে ফুটপাতের পুজোর জিনিসের দোকাগুলোতেও নেই একদমই ভিড়। চিন্তায় বিক্রেতারা।

যদিও কিছু কিছু দোকানে সামান্য পুজোর জিনিস কেনায় ভিড় থাকলেও তেমনভাবে জামাকাপড়ের দোকান গুলোতে জমে নাই এখন ও পূজার বাজার।

বিক্রেতারা বলেন এখন পর্যন্ত বাজারে ক্রেতাদের ভিড় একদমই নেই। পরে কি হবে তা বোঝা যাচ্ছে না।অন্যদিকে এক পুজোর জামাকাপড় কিনতে আসা এক ক্রেতা বলেন এখন ভিড় তেমনভাবে দেখা যাচ্ছে না। হয়তো পরবর্তী দিনগুলোতে ভিড় হবে।

তবে অনেকেই মনে করছেন বর্তমানে অনলাইনে কেনাকাটার চাহিদা বৃদ্ধির ফলেই দোকান গুলিতে ভীড় কমছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code