বিষমদ কাণ্ডে নড়েচড়ে বসলো প্রশাসন

Burdwan News



বর্ধমানে বিষ মদ খেয়ে মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসলো জেলা পুলিশ ও আবগারী দপ্তরের আধিকারা।



বৃহস্পতিবার বিকেল বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকার তারামা হোটেলে সরকারি দেশি মদ খেয়ে মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসলো জেলা প্রশাসন।এই ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়েই চলছে। সরকারী দেশী মদের পাশাপাশি বেসরকারী চোলাই মদের একটি রমরমা বাজার আছে বর্ধমান শহরে বিভিন্ন এলাকায়। যদিও এই বেআইনী চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায় আবগারী দপ্তর।মদের ভাটি থেকে চোলাই মদ উদ্ধার হলেও রহস্য জনক ভাবে উধাও হয়ে যায় চোলাই বিক্রেতারা।




বর্তমানে শহরের এই ঘটনার পরই বর্ধমান আবগারি দপ্তর ও বর্ধমান সদর থানার যৌথ উদ্যোগে অবৈধ্য চোলাই মদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয় ।এদিন বর্ধমান শহরে গুডসেট রোড,লক্ষীপুর মাঠ গিমটি ফটক সহ বর্ধমান শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু চোলাই মদ।আটক করা হয়েছে দুইজন চোলাই মদ বিক্রেতাকে। নির্দিষ্ট ধারায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই অভিযান লাগাতার চলবে বলে জানান জেলা আবগারী দপ্তরের আধিকারিক এনায়েত রব্বি।