১৮ই জুলাই থেকে বাদল অধিবেশন, শব্দে লাগাম সংসদের


parliament of india



আগামী ১৮ই জুলাই থেকে আরম্ভ হচ্ছে সংসদের বাদল অধিবেশন আর তার আগে সাংসদদের শব্দ প্রয়োগে গণ্ডি টানলো লোকসভা সচিবালয়। লোকসভার সচিবালয়ের তরফে একগুচ্ছ শব্দ নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় থাকা শব্দ গুলো অধিবেশনে প্রয়োগ করা যাবে না বলেই জানানো হয়েছে।




বুধবার যে ‘অসংসদীয়’ শব্দের (Unparliamentary Words) একটি তালিকা সর্বসমক্ষে আনা হয়েছে নিয়ম অনুসারে সাংসদরা লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন চলাকালীন উচ্চারণ করতে পারবেন না। সেই তালিকায় (Unparliamentary Words List) রয়েছে ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’ ‘ভণ্ডামি’র মতো শব্দ। তাছাড়াও সংসদের অধিবেশনে ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘খলিস্তানি’, ‘বিনাশপুরুষ’, ‘জয়চাঁদ’ , ‘তানাশাহি’, ‘দাঙ্গা’, ‘দালাল’, ‘দাদাগিরি’, ‘খুন সে ক্ষেতি’, ‘দোহরা চরিত্র’, ‘জুমলাবাজি’, ‘কোভিড স্প্রেডার’, ‘স্নুপগেট’ প্রভৃতি শব্দ। যা ব‍্যবহার করতে পারবে না সাংসদরা।




এছাড়াও, তালিকায় আরো রয়েছে, ‘Bloodshed’, ‘Chelas’, ‘Chamcha’, ‘Chamchagiri’, ‘Crocodile Tears’ প্রভৃতি। হিন্দির তালিকায় রয়েছে ‘গদ্দার’, ‘গিরগিট’, ‘কালা দিন’, ‘কালা বাজারি’, ‘নিকম্মা’, ‘নৌটঙ্কি’, ‘ঢিণ্ডোরা পিটনা’, ‘বেহরি সরকার’ প্রভৃতি।


'You are wasting my time', 'you strangle us', 'have weakened the Chair' and 'this Chair is unable to protect its members' এরকম কিছু বাক্য রয়েছে এই তালিকায়। 

যে শব্দ তালিকা প্রকাশ করে সংসদে ব‍্যবহার না করার কথা জানানো হয়েছে সেই শব্দ গুলির অনেক শব্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে বিগত দিনে ব‍্যবহার করা হয়েছে আর তাই এবার এই লাগাম বলে মনে করছে বিশিষ্টমহল।