'উত্তরবঙ্গ দক্ষিনবঙ্গ বলে কিছু নেই, আছে পশ্চিমবঙ্গ, বাংলা ভাগ হতে দেব না' হুশিয়ারী অভিষেকের



Abhishek Banerjee



একুশে জুলাইকে সামনে রেখে আজ ধুপগুড়িতে (Dhupguri) তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর এই দিনের সভা থেকেই তার হুশিয়ারি, 'মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলা ভাগ হতে দেব না'।




একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলা ভাগ নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। উত্তরবঙ্গ (North Bengal) আর দক্ষিনবঙ্গ (South Bengal) ইস‍্যু মাথা চারা দিয়েছে একাধিকবার। একাধিক বিজেপি বিধায়ক বাংলা ভাগ ইস‍্যুতে সরব হন। আর এদিন সেই বাংলাভাগের ইস্যুতেই গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।




এদিন ধূপগুড়ি সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গেরুয়া শিবিরকে বাংলাভাগের ইস্যুতে নিশানা করেন। তিনি বলেন, বিজেপিকে (BJP) বাংলাভাগ করতে দেব না। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ (North Bengal and South Bengal) বলে কিছু নেই। শুধু আছে পশ্চিমবঙ্গ (West Bengal)।




এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,' উত্তরবঙ্গ বলে তৃণমূলের অভিধানে কোনও শব্দ নেই। আমাদের অভিধানে দার্জিলিং, কালিম্পং, মালদা, জলপাইগুড়ি রয়েছে। আলাদা করে কেউ যদি ভাবেন, বাংলাকে ভাগ করবে, তাহলে শেষ রক্তবিন্দু অবধি লড়াই করব। কিন্তু কিছুতেই বাংলাকে ভাগ হতে দেব না'।