দিনহাটার মহুকুমা শাসক হিসাবে দায়িত্ব গ্রহন করলেন জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা IAS ড: রেহেনা বসির
দিনহাটার সদ্য নতুন মহকুমা শাসক হিসেবে দায়িত্বভার নিলেন জম্মু-কাশ্মীর পুঞ্চ জেলার প্রথম মহিলা IAS ড: রেহেনা বসির (IAS Dr Rehena Basir)।
উল্লেখ্য রেহেনা বসির জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার প্রথম মহিলা IAS আধিকারিক (IAS Dr Rehena Basir)। তিনি মঙ্গলবার দুপুরে দিনহাটা মহকুমাশাসক হিসেবে সদ্য দায়িত্ত্বভার তুলে নিলেন। তার হাতে দায়িত্ত্বভার তুলে দেন বিদায়ী মহকুমাশাসক হিমাদ্রী সরকার।
এদিন দায়িত্বভার অনুষ্ঠান শেষ হবার পর সদ্য দায়িত্বভার নেওয়া নতুন (IAS Dr Rehena Basir) এবং বিদায়ী মহাকুমাশাসক কে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ করেন সিপিআইএম নেতৃত্বরা।
উপস্থিত ছিলেন তরুন সি.পি,আই (এম) জেলা কমিটির সদস্য তথা যুব নেতা শুভ্রালোক দাস, গোসানীমারি এরিয়া সম্পাদক এন্দাদুল হক,দিনহাটা এরিয়া কমিটির সদস্য সমীর চৌধুরী, সি.পি.আই (এম) নেতা রাজীব রায়,কৌশিক রায় প্রমুখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊