কর্মী সভার মধ্য দিয়ে স্টুডেন্ট ইউনিয়ন কমিটি এবং মহিলা কমিটি গঠন করল GCPA
মধুসূদন রায়, ময়নাগুড়িঃ কর্মী সভার মধ্য দিয়ে ছাত্র সংগঠন এবং মহিলা সংগঠন গঠিত করল দি গ্ৰেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ময়নাগুড়ি ব্লক সদস্যরা । বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ দি গ্ৰেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ময়নাগুড়ি ব্লক কমিটির ডাকে ব্লকের খাগড়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের শালতলী সংলগ্ন চান্দেরডিংয়া এলাকার রাজবংশী ভাষা শিশুয়া পাঠশালায় এই কর্মসূচি করা হয় ।
এদিন উপস্থিত ছিলেন, GCPA-এর ময়নাগুড়ি ব্লক সেক্রেটারি সুবোল বর্মন, ময়নাগুড়ি ব্লক সভাপতি দীলিপ অধিকারী, ব্লক কনভেনার জয়দেব রায়, বাপ্পি রায়, দীপক বর্মন, শক্তি অধিকারী, মানব রায় সহ অন্যান্যরা ।
GCPA-এর ময়নাগুড়ি ব্লক সেক্রেটারি সুবোল বর্মন বলেন, ‘আজকে আমরা জননেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে দি গ্ৰেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ময়নাগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে একটি কর্মী সভার আয়োজন করি । এই কর্মসূচির মূখ্য বিষয় হলো ময়নাগুড়ি ব্লক স্টুডেন্ট ইউনিয়ন কমিটি এবং মহিলা কমিটি গঠন করা । পাশাপাশি সাংগঠনিক আলোচনা করা হয় । আমাদের আগামী দিনের লক্ষ্য আমরা রাজবংশী জনজাতির মানুষকে একত্রিত করে আমাদের সংগঠন আরও মজবুত করব । সাথে ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী আমাদের C ক্যাটাগরির দি গ্ৰেটার কোচবিহার রাজ্য আমরা পূর্ণ উদ্ধার করতে চাই ।
পাশাপাশি তিনি রাজবংশী স্কুল সম্পর্কে পরিষ্কার ভাষায় বলেন , আমাদের স্কুলগুলি প্রশাসনিক প্রসিডিওর হিসেবে সমস্ত কিছুই কমপ্লিট করা হয়েছে । পঠনপাঠন চলছে ।’
স্টুডেন্ট ইউনিয়ন কমিটির তালিকাঃ
সভাপতি- হরেকৃষ্ণ রায়, সহ সভাপতি- দেবাশীষ রায় ।
সম্পাদক- পঙ্কজ রায়, সহ সম্পাদক- দেবাশীষ রায় ।
কোষাধ্যক্ষ- পবিত্র রায় ।
কনভেনার- প্রকাশ রায় , যুগ্ম কনভেনার - মধুসূদন রায় ।
মহিলা কমিটির তালিকাঃ
সভাপতি- নিলিমা রায় ।
সম্পাদক- দিপিকা রায় ।
কোষাধ্যক্ষ- মোনা রায় ।
কনভেনার- পিংকি রায় সরকার , যুগ্ম কনভেনার - রুপালি রায়
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊