প্রয়াত বর্ষীয়ান পরিচালক তরুন মজুমদার
জীবনযুদ্ধে হার মানলেন ‘দাদার কীর্তি’র স্রষ্টা। চলে গেলেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)। কিছুদিন থেকেই অসুস্থ তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। গতকাল রাত থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। আর আজ জানা গেল চির বিদায় নিয়েছেন তিনি।
গত ১৪ জুন থেকে কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন । দীর্ঘ দু-দশক ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন (Tarun Majumdar)।
১৯৩১ সালের ৮ জানুয়ারি অধুনা বাংলাদেশের বগুড়ায় জন্ম গ্রহন করেন তরুণ মজুমদার (Tarun Majumdar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।
প্রায় ষাট বছরের দীর্ঘ কেরিয়ার। ১৯৫৯ সালে ছবির জগতে পা। ১৯৯০ সালে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত হয়েছিলেন। ২০২১ সালে দু'খণ্ডে প্রকাশিত হল তাঁর ৯০০ পৃষ্ঠার সুবিশাল স্মৃতিকথা-- 'সিনেমাপাড়া দিয়ে'। বাংলা ছবির কত ঘটনা, কত স্মৃতি, কত অ্যানেকডোট সেখানে ঠাঁই পেয়েছে। কেমিস্ট্রির ছাত্র হলেও সিনেমা তৈরির ঝোঁক ছিল বরাবরই।
প্রথম ছবি উত্তম-সুচিত্রা অভিনীত ‘চাওয়া-পাওয়া’। এরপর একের পর এক হিট ছবি তরুণ মজুমদারের ঝুলিতে। ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’ তার মধ্যে উল্লেখযোগ্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊