Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking: ৩০ হাজার চাকরি তৈরি, কর্মসংস্থান নিয়ে বড় বার্তা মুখ‍্যমন্ত্রীর

Breaking: ৩০ হাজার চাকরি তৈরি, কর্মসংস্থান নিয়ে বড় বার্তা মুখ‍্যমন্ত্রীর


Mamata Banerjee


কর্মসংস্থান (Job) নিয়ে ফের বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ৩০ হাজার চাকরি তৈরি বলে জানালেন তিনি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই বার্তা দেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় (Mamata Banerjee)।




আইটিআই (ITI) এবং পলিটেকনিক (Polytechnic) থেকে যাঁরা স্কিল ট্রেনিং নিয়েছেন যারা তাঁদের জন‍্য ৩০ হাজার চাকরি তৈরি আছে বলেই এদিন জানালেন তিনি। এদিন তিনি বলেন, ‘‘আইটিআই ও পলিটেকনিকে স্কিল ট্রেনিং দিচ্ছি। জব ফেয়ার করছি আমরা। চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মিলিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই ৩০ হাজার চাকরি তৈরি আছে। স্কিল ট্রেনিং যাঁরা নিয়েছেন, তাঁদের চাকরি দেওয়া হবে।’’




এদিন শিক্ষাক্ষেত্রে উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ‘‘মাত্র ১০ বছরে ৩০টি বিশ্ববিদ্যালয়, ৫১টি নতুন কলেজ, ১৪টি মেডিক্যাল কলেজ, ২৭২টি আইটিআই, ১৭৬টি পলিটেকনিক, সাত হাজার নতুন স্কুল, দু’লক্ষের বেশি অতিরিক্ত ক্লাস তৈরি হয়েছে।’’




এদিনেও তিনি একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে বিঁধলেন তিনি। পাশাপাশি বা‌ংলার বাড়ি প্রকল্পও বন্ধ করে দেওয়া হয়েছে বলে তোপ দাগলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code