Big Breaking: গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম‍্যান মানিক ভট্টাচার্য



Manik Bhattacharya
Manik Bhattacharya



গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম‍্যান মানিক ভট্টাচার্য। রাজ‍্যের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়। একের পর এক দুর্নীতি ভেসে উঠছে। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন রাজ‍্যের প্রাক্তন শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়। গ্রেফতার হয়েছেন তাঁর সঙ্গী অর্পিতা মুখোপাধ‍্যায়। একের পর তল্লাশি চালিয়েছে ইডি। উদ্ধার হয়েছে বিপুল পরিমান টাকা। এবার গ্রেফতার হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম‍্যান মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচর্য।




এর আগেও ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে আসেন তিনি। দীর্ঘক্ষন চলে জেরা। গতকাল থেকেও সিজিও কমপ্লেক্সে চলছিল জেরা। রাতভর জিজ্ঞাসাবাদ চলে মানিককে। এরপরেই গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম‍্যান মানিক ভট্টাচার্যকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগেও দুর্নীতির অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে চলে সিবিআই তদন্ত। সিবিআইয়ের জেরার মুখোমুখিও হন মানিক ভট্টাচার্য।



ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে নথি জমা দিয়েছেন, সেখানে একাধিক গরমিল রয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগেও একাধিকবার মানিককে তলব করা হয়। কিন্তু কখনও আদালতের রক্ষাকবচ দেখিয়ে কখনও আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান মানিক ভট্টাচার্য। তবে সোমবার তিনি হাজিরা দেন।