Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেই বিরাট-রহিত-রাহুল, ক্যারিবিয়ান সফরের দল ঘোষণা ভারতের

নেই বিরাট-রহিত-রাহুল, ক্যারিবিয়ান সফরের দল ঘোষণা ভারতের 

team india



ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে যাবে ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দিয়ে সফর শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। আজ ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।



ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিরাট ও রোহিতকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই‌। কে এল রাহুলও নেই টিমে। দলের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। আর সহ অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে একই সঙ্গে হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকেও বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা।



ভারতীয় দল: 

শিখর ধবন (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঈশাণ কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিংহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code