Electricity : WBSEDCL এর বিদ্যুৎ বিলে আকর্ষনীয় ছাড়
এবার রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি (WBSEDCL) বিদ্যুতের বিলে (electricity) বিশেষ ছাড়ের ঘোষণা করেছে। তবে এই বিশেষ ছাড় একমাত্র বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিল প্রদানের ক্ষেত্রেই মিলবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ছাড়ের পরিমাণ বিদ্যুতের বিলের এক শতাংশ।
আরও পড়ুনঃ Credit Card New Rules: ক্রেডিট কার্ডের Billing Cycle এ আমূল পরিবর্তন সহ একাধিক নয়া নিয়ম ১ জুলাই থেকে
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (WBSEDCL) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য বিদ্যুৎ (electricity) বণ্টন কোম্পানি সাম্প্রতিককালে ই পেমেন্টের (e-Payment) ওপর জোর দিয়েছে। ই পেমেন্টের (e-Payment) জন্য নিজস্ব পোর্টালকে উন্নত করা হয়েছে, এমনকি অন্য সংস্থার ই-পেমেন্টের সাথেও টাইআপ করা হয়েছে। যেমন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেমেন্ট গেটওয়ে (State Bank of India Payment Gateway) এসবিআই ই-পে (SBI e-Pay) এবং রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra) ।
প্রসঙ্গত বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হিসাবে তুলে ধরার কথা রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের একাধিকবার বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভালো তো
উত্তরমুছুনবাহ ভালো
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনBhah valo to
উত্তরমুছুনBesh to
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনgood news
উত্তরমুছুন