রেড কার্পেটে একসাথে হাটলেন নীল ভট্টাচার্য, উষশী সেনগুপ্ত ও অরিজিৎ দত্ত



hot womens in party
Glam Face of Bengal


এবারে "ফেস অব বেঙ্গল" আয়োজনে রেড কার্পেটে একসাথে হাটলেন নীল ভট্টাচার্য, উষশী সেনগুপ্ত ও অরিজিৎ দত্ত। গতকাল হয়ে গেল "প্রাইম মিডিয়া আন্ড এন্টারটেইনমেন্ট" এর তত্ত্বাবধানে গ্ল্যাম ফেস অফ বেঙ্গল (Glam Face of Bengal) এর ফাইনাল অনুষ্ঠান। 


hot women in shari
Glam Face of Bengal


উপস্থিত ছিলেন নীল ভট্টাচার্য, সৌরভ দাস, উষশী সেনগুপ্ত, দর্শনা বনিক, অরিজিৎ দত্ত, রিষভ বাসু, ঐশ্বর্য সেন, সৌম্যজিত আদক ছাড়া ও অন্যান্য টলিউডের নামী অভিনেতা অভিনেত্রীরা। ফ্যাশন জগতে নতুন প্রতিভার খোঁজে এই প্রয়াস (Glam Face of Bengal)।

hot women in party
Glam Face of Bengal



ওইদিন অভিনেতা নীল ভট্টাচার্য বলেন "ইন্ডাস্ট্রিতে নতুন ট্যালেন্ট কে তুলে ধরা আমাদের মূল লক্ষ্যে। এই ফ্যাশন শো (Glam Face of Bengal) এর মাধ্যমে তাদের ট্যালেন্ট কে তারা মানুষের সামনে আনতে পারবে"।


men and women in party
Glam Face of Bengal

অনুষ্ঠানের উদ্দ্যোক্তা সৌমাশীষ ব্যানার্জী ও অন্তশীলা ঘোষ জানান "যারা সিনেমা জগতে পা রাখতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ। এই প্ল্যাটফর্ম (Glam Face of Bengal) তাদের একটি পথ নির্দেশ করবে, যা আগামী দিনের জন্য খুব কার্যকর। এমন একটি সুযোগ যা আগে বাংলায় হয়নি।"। 

বিজয়ীদের মাথায় তুলে দেওয়া হয় জয়ের শিরোপা, সম্মান জানানো হয় আগামীদিনের শুভেচ্ছাবার্তা ও ট্রফির মাধ্যেমে।