Paresh Adhikary: ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেলেন মন্ত্রী পরেশ অধিকারী
এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের সিবিআই হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari) । কিন্তু ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেলেন মন্ত্রী পরেশ অধিকারী। পরেশ অধিকারীর মামলা শুনবে না বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। মামলা থেকে অব্যাহতি চাইল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।
এসএসসিতে মন্ত্রীর মেয়ের নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। এরপরেই হয় মামলা। গতকাল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই মামলায় পরেশ অধিকারীকে সিবিআই হাজিরার নির্দেশ দেয়। এরপরেই আজ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মন্ত্রী। বিচারপতি টন্ডনের ডিভিশন বেঞ্চ অব্যহতি নিলেও এরপর তাঁর মামলা অন্য কোনও ডিভিশন বেঞ্চের কাছে যায় কি না, সেটাই দেখার।
রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikary) মেয়ে অঙ্কিতা অধিকারী বর্তমানে কোচবিহারের একটি স্কুলের শিক্ষকতা করছেন। মেধা তালিকায় নাম না থাকা সত্বেও চাকরি পেয়েছেন এমনটাই অভিযোগ ছিল। আজ সেই মামলার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
চাকরিপ্রার্থী ববিতা সরকার সংশ্লিষ্ট মেধাতালিকার ভিত্তিতে মামলা করেন। তাঁর অভিযোগ, ওয়েটিং লিস্টে ২০ নম্বরে তাঁর নাম ছিল। কিন্তু অজ্ঞাত কারণে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর নাম চলে আসে এক নম্বরে। অঙ্কিতা চাকরি পেয়ে যান। ববিতা সরকার নাম চলে যায় ২১ নম্বরে। ওয়েটিং লিস্টে ১ থেকে ২০ নম্বরে যাঁরা ছিলেন তাঁরা চাকরি পেলেও ববিতা সরকার চাকরি পাননি। স্বজনপোষণের অভিযোগে সরব হন তিনি।
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikary) মঙ্গলবার রাতের মধ্যেই জিজ্ঞাসাবাদের নির্দেশ। ২০১৮-তে স্কুলে চাকরি পান পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊