SSC নিয়োগ দুর্নীতি সহ লাগাম ছাড়া মূল‍্যবৃদ্ধি একাধিক ইস‍্যুতে বিক্ষোভ মিছিল ১৫ টি বামপন্থী ও সহযোগী দলের

Left front RALLY

আজ দিনহাটা শহরে SSC নিয়োগে দুর্নীতি,লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ১৫ টি বামপন্থী দল ও তাদের সহযোগী দল সমূহের উদ্যোগে।



আজ দিনহাটা হেমন্ত বসু কর্নার থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে দিনহাটা পাঁচ মাথার মোড়ে এসে শেষ হয়।আজকের এই মিছিল থেকে একাধিক বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।



SSC সহ সমস্ত নিয়োগে দুর্নীতির প্রতিবাদ,লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও বেনজির বেকারত্ব রোধ,পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের ক্রমাগত মূল্যবৃদ্ধির রোধ,পেট্রোপন্যের ওপর সমস্ত সেস ও সারচার্জ প্রত্যাহারের করা,আয়কর দাতা নয় এমন সমস্ত পরিবারকে নগদে মাসিক ৭৫০০ টাকা দেওয়া,গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প রেগার বরাদ্দ বাড়ানো,বেকার ভাতা কেন্দ্রীয়ভাবে চালু করা ও সমস্ত শুন্যপদ পূরণের দাবি জানানো হয় মিছিল থেকে।


আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন, প্রবীর পাল, জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, দিলীপ সরকার, দেবেন বর্মন, ফরওয়ার্ডব্লক নেতা আব্দুর রউফ,বিকাশ মণ্ডল,সিপিআই নেতা সন্তোষ বর্মন সহ অন্যান্যরা।