Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাস্তা সংস্কার ও বাস স্টপেজের দাবিতে পথ অবরোধ

রাস্তা সংস্কার ও বাস স্টপেজের দাবিতে পথ অবরোধ





সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :- 


রাস্তা সংস্কার ও এক্সপ্রেস বাস ষ্টপেজের দাবীতে বৃষ্টি মাথায় নিয়ে দীর্ঘক্ষণ ভাতাড় বিধানসভার বেলেন্ডা গ্রামের মোড়ে বর্ধমান কাটোয়া রোড অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা।পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে পথ অবরোধ তোলেন তারা। 


বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার ১১ বছর পরেও এলাকার রাস্তা সংস্কার ও পানীয় জলের কল না থাকায় চরম সমস্যায় পরেন ভাতার বিধানসভার বেলেন্ডা গ্রামের কয়েক হাজার মানুষ।যেখানে রাজ্য সরকার বাংলা উন্নয়নের স্লোগান দিলেও তার অনুন্নয়নের জ্বলন্ত উদাহরণ এই বেলেন্ডা গ্ৰাম। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন সমস্ত রাস্তা। জলের অভাবে তৃষ্ণার্ত কাকের মতো একল ওকল ঘুড়ে জল পান করেন বলে জানান এলাকা বাসী।




পানীয় জলের কল, রাস্তা, এবং বাস স্টপেজের দাবীতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ। পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তোলেন গ্রামবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code