Latest News

6/recent/ticker-posts

Ad Code

JP NADDA: এবার বঙ্গ সফরে আসছে জেপি নাড্ডা

JP NADDA: এবার বঙ্গ সফরে আসছে জেপি নাড্ডা




কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের পরেই এবার রাজ্যে আসছেন জেপি নাড্ডা। বঙ্গ বিজেপির রাজ্য কার্যকারিণী বৈঠকে উপস্থিত থাকবেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।




দলের রাজ্য কর্মসমিতিও ঘোষণা হয়ে গিয়েছে। ফলে কার্যকারিণী বৈঠক করা আবশ্যিক। জানা যাচ্ছে, নাড্ডার কাছে সময় নিয়েই এবিষয়েই সিদ্ধান্ত নেবে বঙ্গ বিজেপি। জানা যাবে, চলতি মাসের শেষে অথবা জুন মাসের প্রথমেই বঙ্গ সফরে আসতে পারেন নাড্ডা।



বিজেপির রাজ্য কার্যকারিণী বৈঠকে নাড্ডা যেমন উপস্থিত থাকবেন, তেমনি জুলাই-আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাজ্যে আসতে পারেন। যদিও এই সফরসূচি সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি। এদিকে তিন মাস অন্তর অন্তর রাজ্যে আসবেন অমিত শাহ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code