Job Update: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! চার হাজারের বেশি শূন্যপদে নিয়োগ
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। চার হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো ফুড করপোরেশন অফ ইন্ডিয়া। মোট শূন্য পদ রয়েছে ৪৭১০ টি। এর মধ্যে গ্রেড ২, ৩ ও ৪ অন্তর্ভুক্ত। সপ্তম পে কমিশনের নিয়ম অনুযায়ী মিলবে বেতন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ফুড করপোরেশন অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট fci.gov.in -এ গিয়ে আবেদন করতে পারবেন।
শূন্যপদ:
গ্রেড-২ তে শূন্যপদ : ৩৫
গ্রেড-৩ তে শূন্যপদ : ২৫২১
গ্রেড-৪ তে শূন্যপদ : ২১৫৪ টি
শিক্ষাগত যোগ্যতা :
অষ্টম ও দশম শ্রেণি পাশ করলেই এই পদে আবদেন করা যাবে।
বয়সসীমা :
১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেই এই পদগুলিতে আবেদন করা যাবে। কেন্দ্রের সংরক্ষণের নিয়ম অনুযায়ী তফশিলি জনজাতি ও উপজাতিরা বয়সসীমায় ছাড় পাবে।
আবেদনের ফি :
এই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীকে কোনও ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি :
অনলাইনেই আবেদন করা যাবে। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট fci.gov.in এ যেতে হবে।
বেতন :
সপ্তম পে কমিশনের ভিত্তিতে বেতন মিলবে এই শূন্যপদে নিয়োজিত চাকরিপ্রার্থীদের।
নির্বাচন পদ্ধতি :
বিভিন্ন পদে নিয়োগের জন্য শারীরিক দক্ষতা, লিখিত পরীক্ষা, মেডিকেল পরীক্ষা দিতে হবে। সব পরীক্ষায় উত্তীর্ণ হলে যাবতীয় নথিপত্র যাচাই করে তবে নিয়োগ দেওয়া হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন:
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊