Aashram Season 3: আসছে ‘আশ্রম’ ৩
আসছে ‘আশ্রম’ সিরিজের তৃতীয় মরশুম Aashram Season 3। স্বঘোষিত কাশীপুরওয়ালে বাবা ‘নিরালা’ হয়ে ওয়েব দুনিয়ায় ফিরছেন ববি দেওল (Bobby Deol)।
২০২০ সালের আগস্ট মাসে রিলিজ হয় প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম’ সিরিজ। যেখানে ভক্ত সত্তির (তুষার পাণ্ডে) স্ত্রী ববিতাকে (ত্রিধা চৌধুরী) নেশায় আচ্ছন্ন করে ধর্ষণ করছে নিরালা ওরফে মন্টি। মন্টির এই যাবতীয় অপরাধের সঙ্গী ভোপে (চন্দন রায় সান্যাল)। সিরিজের দ্বিতীয়ভাগে দুর্নীতগ্রস্ত, ক্ষমতালোভী, কামাতুর নিরালা বাবার আসল চেহারা দেখানোর চেষ্টা করেছিলেন প্রকাশ ঝা।
ইতিমধ্যে তৃতীয় সিরিজের ট্রেলর প্রকাশ্যে এসেছে। ট্রেলার দেখে মনে হচ্ছে, তৃতীয় পর্বে নিরালা বাবার ক্ষমতা আরও বৃদ্ধি পেতে চলেছে। নিজেকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে যেতে মরিয়া সে। বাবার কীর্তি ফাঁস করতে আবার মরিয়া উজাগর সিং (দর্শন কুমার) এবং পম্মি।
এমএক্স প্লেয়ার ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ববি দেওল অভিনীত সিরিজটি। জুন মাস থেকে নতুন এপিসোড দেখা যাবে। ৩ জুন মুক্তি পাবে ববি দেওল অভিনীত সিরিজটি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊