অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাতে এখনি FREE DOWNLOAD করুন Digital Greetings, আর Share করুন Facebook, Twitter, Whatsapp, Instagram এ 


akshay tritiya 2022




আজ অক্ষয় তৃতীয়া (akshay tritiya 2022)। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। 

akshay tritiya 2022





অক্ষয় তৃতীয়া (akshay tritiya 2022) এক বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। 


akshay tritiya 2022




এই দিনটি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের কাছেই বিশেষ দিন নয় জৈন ধর্মাবলম্বীদের কাছেই বিশেষ একটি দিন (akshay tritiya 2022)।


akshay tritiya 2022




আজকের দিনেই (akshay tritiya 2022)
  •  বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে।
  • রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।
  • গণপতি গনেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন।
  • দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে।
  • সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।
  • কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়।
  •  ভক্তরাজ সুদামা শ্রী কৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চালভাজা নিয়ে শ্রী কৃষ্ণ তাঁর সকল দুখ্হ মোচন করেন।
  • দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরনাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রী কৃষ্ণা দ্রৌপদীকে রক্ষা করেন।
  • পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রথ নির্মাণ শুরু হয়।
  • কেদার বদরী গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছয়মাস বন্ধ থাকে এইদিনেই তার দ্বার উদঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দীপ যা ছয়মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল।


akshay tritiya 2022

আজকের এই বিশেষ দিনটিকে পালন করুন প্রিয়জনের সাথে digital শুভেচ্ছার মধ্যদিয়ে। আপনার পছন্দের ছবি DOWNLOAD করে পাঠিয়ে দিন আপনার প্রিয় মানুষটিকে। 

akshay tritiya 2022