Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাবার হাতে মেয়ে খুন, গ্রেপ্তার বাবা, চাঞ্চল‍্য এলাকাজুড়ে

বাবার হাতে মেয়ে খুন এমনই চাঞ্চল্যকর ঘটনা ধূপগুড়িতে, গ্রেপ্তার বাবা

Dead body




ধূপগুড়ি, জয়ন্ত বর্মন :- 

রাগের বশে বাটাম সহ লাঠি দিয়ে নিজের যুবতী মেয়েকে প্রহার বাবার, মৃত যুবতী। মারের পর জঙ্গলে লুকিয়ে পড়ল বাবা, গ্রামবাসীরা ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিল বাবাকে। পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ির ঠাকুরপাঠের মল্লিক সোভা এলাকায়।



অভিযোগ, নিরঞ্জন পালের মেয়ে ললিতা পাল(১৯) এদিন বিকালে বাটাম এবং লাঠিসোটা নিয়ে রাগের বশে যুবতী মেয়েকে মারধর করে বাবা। ঘটনাস্থলেই ললিতা পালের মুখ দিয়ে রক্ত বের হয়। এর পর স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।




ঘটনার পরবর্তীতে অভিযুক্ত বাবা নিরেঞ্জন পাঠ জঙ্গলে লুকিয়ে পড়ে, পরবর্তীতে গ্রামবাসীরা তাকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code