কার্ল মার্ক্স এর দুশ পাঁচতম জন্মদিন পালন
যথাযথ মর্যাদায় জলপাইগুড়ি সিপিআইএম জেলা দপ্তরে পালন করা হলো কার্ল মার্ক্স এর দুশত পাঁচতম জন্মদিন (Karl Marx Birth Anniversary)।
কার্ল মার্ক্স এর প্রতিকৃতিতে মাল্যদান করেন পার্টির জেলা সম্পাদক সলিল আচার্য, প্রবীন নেতৃত্ব জিতেন দাস, পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, যুব নেতৃত্ব নীলাঞ্জন নিয়োগী, ছাত্র নেতৃত্ব প্রভাকর সরকার সহ অন্যান্যরা, এরপর সংক্ষিপ্ত ভাষণ দেন পার্টির সদস্যরা।
কাল মার্ক্সের (Karl Marx Birth Anniversary) এগিয়ে চলার পথকে পাথেয় করে চলার পরামর্শ দেন পার্টির প্রবীণ নেতৃত্ব। এদিন কাল মার্ক্স এর বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। প্রবীণ নেতৃত্বরা বলেন কিভাবে পুঁজিপতি ও কর্পোরেট ব্যবস্থা ভাঙতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊