Latest News

6/recent/ticker-posts

Ad Code

১ দিন না কাঁদলে মিলবে ১০ টাকা! গোটা সপ্তাহে না কাঁদলে দেওয়া হবে ১০০ টাকা

১ দিন না কাঁদলে মিলবে ১০ টাকা! ছেলেকে বাগে আনতে লেখা চুক্তিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়


10 rupee, 100 rupee



১ দিন না কাঁদলে মিলবে ১০ টাকা, গোটা সপ্তাহে না কাঁদলে দেওয়া হবে ১০০ টাকা। লিখিত চুক্তিও হয়েছে। এই মজার কাণ্ড ঘটিয়েছে এক বাবা ও তাঁর পুঁচকে ছেলে। বাবা ও ছয় বছরের শিশু আবিরের সেই হাতে লেখা চুক্তিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।




আসলে ছোট ছেলে যেমনটা করে থাকে, খাওয়া-পড়াশুনো নিয়ে হাজারও ঝামেলা করে। এইসঙ্গে চিৎকার-চেঁচামেচি-কান্না তো আছেই। পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণে আনতেই ছেলের সঙ্গে অভিনব চুক্তি করেছেন এই বাবা।




শিশুর দৈনন্দিন কাজের সবকিছুই রয়েছে চুক্তিতে, যেটি সম্প্রতি বাবা পোস্ট করেন তাঁর টুইটারে অ্যাকাউন্টে। দেখা যাচ্ছে সকালের ঘুম ভাঙা নিয়েও শর্ত চাপিয়েছে আবির। ফলে আলার্ম বাজার পরেও ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে তাকে, বিছানা ছাড়ার জন্যে। ওই চুক্তিপত্রে রয়েছে শিশুটির দুধ খাওয়া, দুপুর ও রাতের খাবার খাওয়ার সময়, খেলার সময়, হোম ওয়ার্কের সময়, এমন সবকিছুই।



এমনকি লিখিত চুক্তিতে এও বলা হয়েছে, শিশুটি সব কাজ ঠিক মতো পালন করলে পাবে আর্থিক পুরস্কার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code