দুদিন থেকে বাড়ির পাকা মেঝে ঘেমে যাচ্ছে কোচবিহার সহ একাধিক জায়গায়, কেন?

পাকা মেঝে ঘেমে যাচ্ছে



বিগত দুইদিন থেকেই কোচবিহার সহ আশেপাশের বিস্তির্ণ এলাকা জুড়ে বাড়ির মেঝে ঘেমে জুবজুবে। স্যোসাল মিডিয়ায় তা নিয়ে হচ্ছে জোর আলোচনা। তৈরি হয়েছে আতঙ্কের বাতাবরণ। কোন বড় সর প্রাকৃতিক দুর্যোগের আভাস নাকি অন্য কিছু !


কেউ কেউ একে ভূমিকম্পের আগাম লক্ষণ মনে করছেন। কিন্তু এমন ভাবনার কোনো ভিত্তি নেই। আসলে বাতাসের আদ্রতা বেড়ে যাবার কারণেই মূলত মেঝে ঘেমে যায়। বৃষ্টির কারণে বাতাসের আদ্রতা বেড়ে গেলে অনেক সময় এ ধরনের পরিস্থিতি হতে পারে। আবার কয়েকদিন টানা বৃষ্টি হলেও এটি হতে পারে। আর কোচবিহারে গত কয়েক দিন টানা বৃষ্টি হয়েছে। দুদিন থেকে একটু রোদ উঠেছে, গত দিনের তুলনায় গরমও বেড়েছে। তাই বলা যায়, এর কারণ আর্দ্রতা ছাড়া অন্য কিছু নয়।


মূলত বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি হলে বাষ্প দেয়ালে মেঝেতে লেগে ঘামের মতো মনে হয়। অন্য কিছু ভেবে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই।


প্রসঙ্গত বলে রাখা ভালো একই অবস্থা হয়েছে বাংলাদেশের বিস্তির্ণ এলাকাতেও।