Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিউ মার্কেট - শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের লড়াইয়ে রণক্ষেত্র

শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের লড়াইয়ে রণক্ষেত্র

লড়াইয়ে রণক্ষেত্র
ছবিঋণঃ প্রথম আলো 






শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের লড়াইয়ে রণক্ষেত্র বাংলাদেশের রাজধানীর নিউমার্কেট এলাকা।


বাংলাদেশের সংবাদ সূত্রে জানাযায়- রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সংঘর্ষ চললেও দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা দেড়টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর শিক্ষার্থীদের অনেকে ঢাকা কলেজের ভেতরে চলে যান। এরপর ঢাকা কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোঁড়েন শিক্ষার্থীরা।

লড়াইয়ে রণক্ষেত্র
ছবিঋণঃ প্রথম আলো


ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে চন্দ্রিমা মার্কেট পর্যন্ত ধাওয়া করে শিক্ষার্থীদের। কলেজের সামনে অবস্থানকারী সাঁজোয়া যান থেকে পুলিশ থেমে থেমে কাঁদানে গ্যাস ছুড়ছে। সংঘর্ষে আহত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

লড়াইয়ে রণক্ষেত্র
ছবিঋণঃ প্রথম আলো


বাংলাদেশের গায়ক তসরিফ খান সয়সাল মিডিয়ায় জানিয়েছে- "নিউমার্কেটে শপিং করতে গিয়ে হ্যারেসমেন্ট এর শিকার হয় নি এরকম লোক বের করতে পারবেন? আমি নিজে হয়েছি একাধিক বার । ওখানে আপনি কিছু কিনতে গিয়ে দাম না বললে পেছন থেকে গালি শুনবেন । দাম কম বললে পেছন থেকে গালি শুনবেন। দাম একবার বললে সেটা না নিয়ে আর যেতে দেওয়া হবে না , এবং সেই দামেও দিবে না । বাড়িয়ে নিতেই হবে ।
মেয়েদের হ্যারেসমেন্ট এর কথা আর আলাদা করে কি বলব! ওরনায় টান, গায়ে হাত, বডি নিয়ে বাজে মন্তব্য আরও হাজারটা বলে শেষ করা যাবে না । প্রতিবাদ এর অভাব এবং সাধারণ মানুষের দুর্বলতায় আজকে এদের সাহস কত বড় হয়েছে যে ছাত্রদের সাথে সংঘর্ষে জড়াচ্ছে??
এত সাহস কোথা থেকে পেলো ওরা? সকালে ভিডিও দেখলাম ওরা পারলে ঢাকা কলেজের ভেতরে ঢুকে যেতে চাচ্ছিল ছাত্রদের মারার জন্য! "

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code