নিজেদের দাবিদাবা নিয়ে সোচ্চার হলেন জলপাইগুড়ি দলিল লেখক সমিতির সদস্যরা

দলিল লেখক
দলিল লেখক





সময়ের সাথে তাল মিলিয়ে অনেক কিছুর সাথেই বদলেছে জমিজমা সংক্রান্ত কাগজপত্র তৈরির পদ্ধতি, আর এতেই বিপাকে শতাব্দী প্রাচীন দলিল লেখার পেশায় যুক্ত হাজারও মানুষ।





মঙ্গলবার এই বিষয়ে অফিস অফ দি ডিস্ট্রিক্ট রেজিস্টার এর সামনে আসন্ন জেলা সম্মেলনের আগেই বিক্ষোভ প্রদর্শন সহ নিজেদের দাবিদাবা নিয়ে সোচ্চার হলেন জলপাইগুড়ি দলিল লেখক সমিতির সদস্যরা।




এই প্রসঙ্গে সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা বলেন, বর্তমানে ই রেজিস্ট্রেশন এর ফলে রুজিরুটি হারাতে চলেছে আমাদের সদস্যরা, আমরা দাবি করছি আমাদের ও পাসওয়ার্ড দিতে হবে নতুন পদ্ধতিতে জমি সম্পত্তি রেজিস্ট্রেশন করার কাজ করার জন্য।