Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB POLICE Constable PMT PET: কনস্টেবল PMT ও PET -এ নতুন নিয়ম, জানুন বিস্তারিত

WBP POLICE Constable PMT ও PET: কনস্টেবল PMT ও PET -এ নতুন নিয়ম, জানুন বিস্তারিত


WB POLICE Constable PMT PET




WEST BENGAL POLICE RECRUITMENT BOARD -এর অধীনে রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ ২০২০ -র ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অফিশিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in -এ। গোটা রাজ্য জুড়ে প্রচুর প্রার্থী প্রিলিমিনারি পাশ করে PMT ও PET এর জন্য শর্টলিস্টেড হয়েছে। প্রস্তুতি নেওয়ার আগে জেনে নিন নিয়ম। কিছুটা পরিবর্তন হয়েছে নিয়মে তা জেনেই নিন প্রস্তুতি। 


ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (PMT) ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET) -এ নতুন নিয়ম জারি করেছে WEST BENGAL POLICE RECRUITMENT BOARD ।



ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (PMT)

কনস্টেবল (পুরুষ) প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় ১৬৭ সেমি, ওজন হতে হয় ৫৭ কেজি, ছাতি হতে হয় ৭৮ সেমি ও ৮৩ শ্রেণি পর্যন্ত ফুলানোর ক্ষমতা থাকতে হয়।

গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী ও সিডিউল ট্রাইব শ্রেণীভূক্ত কনস্টেবল (পুরুষ) প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় ১৬০ সেমি, ওজন হতে হয় ৫৩ কেজি, ছাতি হতে হয় ৭৬ সেমি ও ৮১ শ্রেণি পর্যন্ত ফুলানোর ক্ষমতা থাকতে হয়।

কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় ১৬০ সেমি, ওজন হতে হয় ৪৯ কেজি।

গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী ও সিডিউল ট্রাইব শ্রেণীভূক্ত কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় ১৫২ সেমি, ওজন হতে হয় ৪৫ কেজি।



ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET)

কনস্টেবল (পুরুষ) প্রার্থীদের ক্ষেত্রে ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড়াতে হয়। কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হয়। তবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার, কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ৪ মিনিট ৩০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়াতে হবে। কিন্তু কনস্টেবল (পুরুষ) প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন হয়নি। লেডি কনস্টেবল পদপ্রার্থীদের দৌড়ানোর সময় সীমা ৩০ সেকেন্ড বৃদ্ধি পাওয়ায় খুশি মহিলা চাকরিপ্রার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code