Latest News

6/recent/ticker-posts

Ad Code

Urfi Javed: নেই অন্তর্বাস, পরনে শুধুমাত্র ব্লেজার, ফের উরফির ভাইরাল ছবি

অন্তর্বাসবিহীন হট সেক্সি লুকে উরফি 

Urfi Javed


উরফি জাভেদ, নামেই উত্তেজনা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সব সময় সক্রিয় তিনি। তাঁর পোস্ট করা ছবি - ভিডিও দেখে তাজ্জব নেট নাগরিকরা। তাঁর হট সেক্সি লুক যেমন দর্শকদের মন ভরিয়েছে তেমনিই খোলামেলা পোশাকের জন্য ট্রোলড হয়েছেন অনেকবার।


Urfi Javed


ট্রোল্ড হলেও নিজের অবস্থানেই অনড় তিনি। নিজ ইচ্ছে মত পোশাক পড়েন। সাধারনত খোলামেলা পোশাকের জন্য তিনি নজরে থাকেন সকলের। আর একি কারনে পোশাক নিয়ে ফের বিতর্কে উর্ফি জাভেদ।সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মুম্বইয়ের রাস্তাতেও খোলামেলা পোশাকে দেখা যায় তাঁকে।


Urfi Javed


রবিবার কিছু ছবি পোস্ট করেন মডেল অভিনেতা। সেখানে চিরাচরিত ব্লেজার পরার আইডিয়াকে ভেঙে খানখান করে দিয়েছেন উর্ফি। ব্লেজারের সঙ্গে নেই কোনও ট্রাউজার। এমনকি অন্তর্বাসও পুরোপুরি পরেননি তিনি। পরেন স্ট্রিং টপ ও নীল রঙের প্যান্টি। তার উপরে শুধু ব্লেজার পরে ভাইরাল উর্ফি।

Urfi Javed

ছবি পোস্ট করতেই উরফি হট সেক্সি ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। তাঁর ছবিতে চলছে লাইক কমেন্টের বন্যা। আধুনিক যুগের এক অনন্য বেশে যেন ধরা দিলেন বলে মনে করছে অনেকে ।

Urfi Javed

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code