Latest News

6/recent/ticker-posts

Ad Code

দেশে যুদ্ধ পরিস্থিতিতে ফুটবল বিশ্বকাপের প্লে অফ ম্যাচ খেলতে নারাজ ইউক্রেন

Ukraine Football federation request UEFA to delay play off match against ScotlandUkraine Football federation request UEFA to delay play off match against Scotland




রনক্ষেত্র ইউক্রেন। রাশিয়ার হামলার পর দেশকে বাঁচাতে যুদ্ধে ঝাপিয়েছেন দুজন তৃতীয় ডিভিশন ক্লাবের ফুটবলার আর শহীদও হয়েছেন। এদিকে অস্ত্র তুলে নিয়েছেন প্রাক্তন বিখ্যাত কোচ। এর মাঝেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ২৪ মার্চ প্লে–অফ সেমিফাইনালে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইউক্রেন।



কিন্তু দেশে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্লে–অফ সেমিফাইনাল ম্যাচটি খেলতে চাচ্ছে না ইউক্রেন। জানা যাচ্ছেফিফার কাছে আনুষ্ঠানিকভাবে ম্যাচটি স্থগিত করতে আবেদন জানিয়েছে ইউক্রেন অ্যাসোসিয়েশন অব ফুটবল (ইউএএফ)। ইউক্রেনের আবেদনের খবরটি নিশ্চিত করে ফিফা জানিয়েছে, উয়েফা ও স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সঠিক সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে।




একদিকে যুদ্ধের সময় পরিবারের পাশে থাকার তাড়না অন্যদিকে যুদ্ধ শুরুর পর থেকে জাতীয় দলের খেলোয়াড়েরাও অনুশীলন করতে না পারা আবার জাতীয় দলের খেলোয়াড়েরা দেশ ছাড়তে পারবেন কিনা, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা আছে। এমন পরিস্থিতিতে বাছাইপর্বে প্লে–অফ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার ঝুঁকি নিতে চায় না ইউক্রেন।



সূত্র মারফত ইএসপিএন জানিয়েছে, ইউক্রেনের খেলোয়াড়দের নিরাপদে দেশ ছাড়তে সাহায্য করতে চায় ফিফা ও উয়েফা। এদিকে ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশে থাকার নির্দেশনা জারি করেছে ইউক্রেন সরকার। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, সরকারের আদেশ পালন করতে চান বেশির ভাগ ফুটবলার। প্রয়োজনে অস্ত্র হাতে তাঁরা যুদ্ধে নামতেও প্রস্তুত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code