Latest News

6/recent/ticker-posts

Ad Code

HS EXAM 2022: উচ্চ মাধ্যমিকের নতুন সূচি ঘোষণার দিনক্ষন জানাল সংসদ

HS EXAM 2022: উচ্চ মাধ্যমিকের নতুন সূচি ঘোষণা সোমবার

HS EXAM 2022



গত বছর করোনার জেরে বাতিল হয়ে যায় মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। এরপর বিকল্প পদ্ধতিতে হয় মূল‍্যায়ন। হয় ফল প্রকাশ । এবছরের উচ্চমাধ‍্যমিক পরীক্ষার সূচি। ইতিমধ‍্যে, এবছর ও সারা বছর স্কুল বন্ধ থাকায় সিলেবাস কমিয়ে দিয়েছে বোর্ড।



২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হওয়ার কথা এবং ২০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও সম্প্রতি JEE Main 2022 পরীক্ষার সূচি প্রকাশ করেছে NTA আর তারপর সূচি পরিবর্তনের কথা জানা যায়। কেন্দ্রের তরফে JEE মেইন পরীক্ষা ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত হবে বলে ঘোষণা করা হয়েছে। এরপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচী নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বিভিন্ন জেলার জেলাশাসক- পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে পরীক্ষা সূচি পরিবর্তনের সম্ভাবনার কথা জানানো হয়েছিল।সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে পরিবর্তিত পরীক্ষাসূচি জানানো হবে বলে জানা গেল। 



উচ্চমাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষেরও বেশি। জয়েন্ট পরীক্ষাতে রাজ্য থেকেও কয়েক হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুটি পরীক্ষা একসঙ্গে হলে বিপাকে পড়বে রাজ্যের পড়ুয়ারা। আর সেই কথা ভেবেই সূচি বদল।



সূত্রের দাবি, সম্পূর্ন রুটিন নয় , নির্দিষ্ট এক দুটি পরীক্ষার তারিখ পিছিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। যে পরীক্ষাগুলো jee মেন পরীক্ষার দিনে পড়েছে সেইদিনগুলি পরিবর্তন করা হচ্ছে। কেমিস্ট্রি, ভূগোলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষার দিন পরিবর্তন হচ্ছে বলেই সংসদ সূত্রে খবর। আরও পড়ুনঃ Shut down internet: আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code