Latest News

6/recent/ticker-posts

Ad Code

TMC State Committee: তৃণমূলের রাজ‍্য কমিটি ঘোষনা করলেন TMC সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়

TMC State Committee: তৃণমূলের রাজ‍্য কমিটি ঘোষনা করলেন TMC সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়

Mamata Banerjee




নজরুল মঞ্চে দাড়িয়ে আজ তৃণমূলের রাজ‍্য কমিটি ঘোষনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়। ফের মহাসচিব হলে পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন সুব্রত বক্সি। এদিন, মঙ্গলবার নজরুল মঞ্চে মমতার সঙ্গেই উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। ছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোরও।



রাজ‍্য কমিটি:

দলের মহাসচিব-পার্থ চট্টোপাধ্যায়

রাজ্য সভাপতি- সুব্রত বক্সি

সহ-সভাপতি- অমিত মিত্র

রাজ্যের মহিলা সভাপতি- চন্দ্রিমা ভট্টাচার্য

রাজ্য কমিটির সহ-সভাপতি – সৌগত রায়, ব্রাত্য বসু, দেব অর্থাৎ দীপক অধিকারী, শতাব্দী রায়, আবদুল করিম, ডেরেক ও ব্রায়েন-সহ অন্যান্যরা।


সাধারণ সম্পাদক- ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার,শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী, রবি টুডু, তন্ময় ঘোষ ও অন্যান্যরা।


সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান – রাজ চক্রবর্তী

মিডিয়া সেলের দায়িত্বে- কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, ও অন্যান্যরা।

ছাত্র পরিষদের চেয়ারম্যান- জয়া দত্ত

সভাপতি- ত্রিনাঙ্কুর ভট্টাচার্য




এর পাশাপাশি এদিন বেশ কয়েকটি জেলার সভাপতির নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বনগাঁ জেলার সভাপতি – গোপাল শেঠ

নদিয়া উত্তরের সভাপতি- কল্লোল খান।

কোচবিহার জেলার সভাপতি - পার্থ প্রতিম রায়



নজরুল মঞ্চে এদিন নাম না করে দলের একাংশকে বিঁধলেন তিনি। বিক্ষুব্ধদের দিলেন কড়া বার্তা। পাশাপাশি এদিন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের হুটহাট বিবৃতি দেওয়া নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল নেত্রী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code